চট্টগ্রামে সড়কে ঝড়লো বাবা-ছেলের প্রাণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে তরমুজবাহী ট্রাক উল্টে পথচারী বাবা ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

শনিবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বড়দারোগার হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা হাইওয়ে পুলিশের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।

নিহত দুজন হলেন বড়দারোগার হাট এলাকার মো. মদিন উল্লাহ’র ছেলে সেলিম উদ্দিন (৪০) ও তার ছেলে মো. মিনহাজ। তবে তৎক্ষনাৎ আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, ‘বড় দারোগার হাট এলাকায় সড়কের কাজ চলায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেইনে একটি পিক-আপ ভ্যান দাড়িয়ে ছিল। পেছন থেকে আসা একটি তরমুজবাহী ট্রাক ওই পিক-আপ ভ্যানকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে তরমুজ চাপা পড়ে পথচারী বাবা ছেলের মৃত্যু হয়েছে।’

এই ঘটনায় আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।