এস এম হারুন উর রশীদ

কবিতা/ নববর্ষ -১৪৩০

 

একটি বছরে হৃদয়ে জমেছে, ময়লার আবরণ,
নতুন বছরে ময়লা মুছে, উঠুক হৃদয়ে শিহরণ।

যত যাতনা সংরক্ষিত, অন্দরের গহীনে,
ভুলে যাও সবই পূর্ণরূপে, নতুনত্বের আনমনে।

 

সমৃদ্ধ হোক আগামীর দিন, নববর্ষের কেতনে,
ভালবাসায় জোয়ার উঠুক, নিবিড় আলিঙ্গনে।

পুরাতন যত কঠিন ভুল, শুধরে নেওয়ার উল্লাস,
ক্ষান্ত দিলাম ক্ষমায় ক্ষমায়, পুরাতন উপহাস।

 

শ্রদ্ধায় আর সম্মানে, পেতে পারি উপদেশ
ভুলে যাব, ভুলে রব, অন্তরের বিদ্বেষ।
পান্তা ইলিশে মঙ্গল যাত্রায়, করি শুধু আহ্বান
কন্ঠে কন্ঠে গাইবো শুধু, সাম্যের জায়গান।