টালিউডের আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। তিনি যেন সংবাদের শিরোনাম হয়ে থাকতেই বেশি পছন্দ করেন।
তবে মেয়ের সঙ্গে বরাবর বন্ধুর মতোই মিশতে পছন্দ করেন স্বস্তিকা। মেয়ে বড় হয়েছে এখন, তাই বন্ধুত্ব আরও গাঢ় হয়েছে। মায়ের কাছে কোনো কথাই লুকান না মেয়ে অন্বেষাও। এ মুহূর্তে বিদেশে পড়াশোনা করছেন অন্বেষা। কয়েক দিন হলো কলকাতায় এসেছেন তিনি।
আর এ সময়টা শুধুই মা আর মেয়ের। এর পাশাপাশি যুক্ত হয়েছে নতুন সদস্য। তিনি শ্লোক চন্দন। অন্বেষার প্রেমিক। শ্লোক কলকাতারই ছেলে। তবে অন্বেষা অনেকটাই দূরে থাকেন এখন। অন্বেষা দেশে এলে শ্লোকও ছুটে আসেন স্বস্তিকার বাড়িতে।
কলকাতায় এসে তাই মা আর প্রেমিক শ্লোকের সঙ্গে একই ফ্রেমে ধরা দিলেন অন্বেষা। মা স্বস্তিকাও কিন্তু এই সম্পর্কে বেশ খুশি। একসঙ্গে নৈশভোজেও গিয়েছিলেন তারা। তিনজনের সেই মিষ্টি মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন স্বস্তিকা।
একটি ছবি পোস্ট করে স্বস্তিকা লেখেন, ‘বাচ্চাদের সঙ্গে ডেট নাইট।’
শ্লোকের কাছে আবার আবদারও করতে দেখা যায় স্বস্তিকাকে। শ্লোককে সম্বোধন করে স্বস্তিকা লেখেন— ‘আমার মিষ্টিটা কিন্তু বাকি আছে শ্লোক। ভুলে গেলে চলবে না। পরের পরিকল্পনাটা আমাদের করা উচিত।’
তার সব আবদার মেটানোর প্রতিশ্রুতিও দিয়েছেন অন্বেষার প্রেমিক। শ্লোক লেখেন, ‘যে কোনো সময় বন্ধু।’