চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়ির চাপায় মো. আসিফ (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত আসিফ চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন আমিন জুট মিলস কলোনি এলাকার আব্দুল হালিমের ছেলে।
শনিবার (১৫ এপ্রিল) সকাল সোয়া ১১টায় উপজেলার কুমিরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে কুমিরা এলাকায় একটি গাড়ি মোটরাসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই আসিফ নামে ওই যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে বারআউলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক (এসআই) উজ্জ্বল ঘোষ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
বারআউলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক (এসআই) উজ্জ্বল ঘোষ জানান, সকারে সোয়া ১১টার দিকে সীতাকুণ্ডমুখী মোটরসাইকেলকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিলে মোটরসাইকেল আরোহী আসিফ ঘটনাস্থলেই নিহত হন। আসিফ চট্টগ্রামের একটি আইসক্রিম ফ্যাক্টরিতে টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।