চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় স্থায়ীয় চাঁদাবাজদের চাঁদা না দেওয়ায় এক পরিবহন নেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। মুমূর্ষ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৭টায় ধনিয়ারপুল এলাকার তাহের কলোনির মুখে এ ঘটনা ঘটে।
আহত মোহাম্মদ আব্দুল্লাহ প্রকাশ সুমন চকবাজারের বাদুরতলার বাসিন্দা।
মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, কর্মক্ষেত্র থেকে বাসায় ফেরার পথে স্থানীয় সন্ত্রাসী ও চাঁদাবাজচক্রের সদস্য সত্তার, মোরশেদ ও জালালের নেতৃত্বে একদল কিশোরগ্যাং তাকে অপহরণের চেস্টা করে। এসময় বুকে হাতে ও মাথায়সহ বেশ কয়েক জায়গায় তাকে ছুরিকাঘাত করে। মূমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
তিনি বলেন, হামলাকারীরা দীর্ঘদিন ধরে তার কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় এ হালার শিকার হন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।