কক্সবাজারে মৃত তিমি ভাসছে সাগরে

কক্সবাজার সমুদ্রসৈকতের হিমছড়ি উপকূলে একটি বিশালাকৃতির মৃত তিমি ভেসে এসেছে। উপকূলের অগভীর জলে ভাসা তিমিটির শরীরে জাল প্যাঁচানো আছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে স্থানীয়রা তিমিটি সমুদ্রে দেখতে পান।

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাঈদ মাহমুদ বেলাল হায়দার এ তথ্য জানিয়েছেন। ড্রোন ইমেজের মাধ্যমে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, ভেসে আসা মৃত তিমিটি ব্রাইডস জাতের। এর বৈজ্ঞানিক নাম বেলিনিওপেট্রা ইডিনি।

২০২১ সালের ৯ ও ১০ এপ্রিল দুটি তিমি হিমছড়ির একই পয়েন্টে ভেসে এসেছিল। সেগুলোও বেলিনিওপেট্রা ইডিনি প্রজাতির। এ প্রজাতির তিমির দাঁত নাই। মুখের মধ্যে চিরুনির মতো একটি অংশ দিয়ে খাবার প্রক্রিয়াজাত করে বলে জানিয়েছেন সাঈদ মাহমুদ বেলাল।

বেলাল হায়দার বলেন, ভেসে আসা তিমির শরীরে পচন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছে। শরীরে জালের রশি প্যাঁচানো ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা যাচ্ছে মাছ ধরার বিশাল জালে আটকা পড়ে এবং গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে কিংবা অন্য কোনো কারণে তিমিটি মারা গেছে।

তিমি সাধারণত মৎস্য শিকারিদের জালে আটকা পড়ে, জাহাজের সঙ্গে সংঘর্ষে কিংবা সমুদ্রে শব্দ দূষণের কারণে পরস্পর যোগাযোগ বিছিন্নের পর দিকভ্রান্ত হয়ে উপকূলের অগভীর জলে এসে আটকা পড়ে মারা যায়। কখনো সঙ্গীর মৃত্যু হলেও এদের সৈকতের অগভীর জলে আত্মহুতি দিতে দেখা যায়।

বেলাল হায়দার বলেন, মৃত তিমিটি পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ ও নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি। তবে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিউটের বিজ্ঞানীরা উপকূলে রয়েছেন। সন্ধ্যা নাগাদ তিমিটি সৈকতে ভেসে আসবে বলে ধারণা করা হচ্ছে।