ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অন্তত ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২১ এপ্রিল) ভোর থেকে জেলার কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়েছে।
এদিকে, বঙ্গবন্ধু সেতুর উপর এবং সেতুর ভায়াডাক্ট অংশে পরপর কয়েকটি পরিবহন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। পরবর্তীতে সেগুলো অপসারণ করে সেতু কর্তৃপক্ষ। এছাড়া রাতে বঙ্গবন্ধু সেতুপশ্চিম টোলপ্লাজা দুইবার কিছু সময়ের জন্য বন্ধ ছিল বলে জানা গেছে।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান জানান, বঙ্গবন্ধু সেতুর দিকে পরপর কয়েকটি গাড়ি নষ্ট হওয়ায় গাড়ির চাপ পড়েছে মহাসড়কে। এতে সেতুপূর্ব গোল চত্ত্বর থেকে মহাসড়কের আনালিয়াবাড়ি পর্যন্ত গাড়ির ধীরগতি রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা ঠিক হয়ে যাবে।