পটিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ২

 

চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৮ জন আহত এবং দুই যাত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১এপ্রিল) সকালে পটিয়া উপজেলার হারিণখাইন মনসা হাসপাতাল এলাকায় চট্টগ্রাম-কক্সাবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাহীদা (২৮) এবংআব্দুল হামিদ (৩২)।

আহতরা হলেন- আসিকা(২৫), ফোরকান উদ্দিন (২৭), মোহাম্মদ আরিফ (২২), এনামুল হক (২৭), ইকামনি(৩), আবুল কালাম (৫২)

পটিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক স্নেহাংশু বিকাশ সরকার বলেন  , কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসা হানিফ পরিবহনের একটি বাসের সাথে বিপরীতমুখী নবীর ট্রাভেলস নামে আরেক বাসের সংঘর্ষ হয়। এতে ৮ জনের মতো আহত হয়। তাদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতাল পাঠানো হয়েছে।

এ প্রসঙ্গে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুল আশেক বলেন, পটিয়ার শান্তিরহাট বাজার এলাকায় দুই হানিফ বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তারমধ্য দুই জনকে মৃত্যু ঘোষণা করেছে দায়িত্বর চিকিৎসক।