সাতকানিয়ায় সাংবাদিকের উপর প্রকাশ্য গুলি,  শিশুসহ গুলিবিদ্ধ ২

সাতকানিয়ায় একটি ইংরেজি পত্রিকার সাংবাদিকের উপর প্রকাশ্যে গুলি চালিয়েছে দূর্বৃত্তরা। আহতের নাম কামরুল ইসলাম (৫০)। সে এওচিয়ার গাটিয়াডেঙ্গার মৃত এম এ হাসানের ছেলে ও জাতীয় পত্রিকা দি ডেইলি ইভেনিং নিউজ পত্রিকার চট্টগ্রাম ব্যুরো হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

একই ঘটনায় আহত শিশুর নাম রাফি রাইয়ান (৫)। সে স্থানীয় আব্দুর রহিমের পুত্র। তাদের দুইজনকেই প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাদের চমেক হাসপাতালে রেফার করা হয়।

২৩ এপ্রিল (রবিবার) দুপুর ১টার দিকে উপজেলার এওচিয়ার ৯নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াছির আরাফাত ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা শুনেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবর্ষণকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে। আমরা কোন অস্ত্রধারীকে ছাড দিবনা।

জানা যায়, কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে ইংরেজি বিভিন্ন সময় এলাকার মাটিকাটা বালুকাটা ইয়াবার বিরুদ্ধে  কামরুল মাষ্টার লেখালেখি করলে একটি মহল তার বিরুদ্ধে লেগেই থাকে। সর্বশেষ ঈদ ছুটিতে অফিস শেষে বাড়িতে আসলে চিহ্নিত একটি চক্রের রোষানলে পড়লে দূর্বৃত্তরা এই হামলা চালায়। সাংবাদিক কামরুল ইসলামকে এলোপাতাড়ি গুলি করার সময় শিশুটি আহত হয়।
আহত সাংবাদিক মাষ্টার কামরুল এবং শিশুটির অবস্থা আশংকাজনক হলে সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
সাতকানিয়া থানার ওসি ইয়াসির আরাফাত বলেন, সাংবাদিক  কামরুলকে যে বা যারা হামলা তুর্কমান কেন সবাইকে গ্রেফতারের জন্য ইতিমধ্যে আমরা সবাই মাঠে নেমেছি। এদিকে চট্টগ্রামের দোহাজারির সাংবাদিক আয়ুব মিয়াজির উপর হামলার ঘটনার পর সাতকানিয়ায় আরেকটি জাতীয় ইংরেজি পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধানকে  প্রকাশ্যে গুলির ঘটনায় সচেতন মহলে নেতিবাচক প্রভাব সৃষ্টি হয়েছে।