ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু কখনোই ট্রলের সামনে মাথা নত করেন না। যারা তার ব্যক্তিগত বা পেশাগত জীবন সম্পর্কে অপ্রয়োজনীয়ভাবে মন্তব্য করে, তাদের পাল্টা জবার দেওয়ার জন্য তিনি পরিচিত।
গত ১৪ এপ্রিল মুক্তি পায় সামান্থার নতুন সিনেমা শকুন্তলা। তবে সিনেমাটি ফ্লপ হওয়ায় সামান্থার দিকে কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন তেলেগু সিনেমার জনপ্রিয় প্রযোজক চিট্টিবাবু। বলেছিলেন, সামান্থা তার স্বাস্থ্য অবস্থার পাশাপাশি নাগা চৈতন্যের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ ব্যবহার করে মানুষজনের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছেন। হিরোইন হিসেবে সামান্থার ক্যারিয়ার শেষ। স্টারডম আর ফিরে পাবেন না তিনি।
চিট্টিবাবুর এমন মন্তব্য কিছুদিন নীরব ছিলেন অভিনেত্রী। তবে অবশেষে পাল্টা জবাব দিলেন তিনি।
দ্য ওয়ালের খবরে বলা হয়েছে, সরাসরি না হলেও সামান্থা এমন একটি স্টোরি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে, যেখানে পরিষ্কার একথা বোঝা গেছে যে, কার উদ্দেশ্যে এই পোস্ট। একটি স্ক্রিনশট সেই স্টোরিতে দেওয়া ছিল। যেখানে দেখা যাচ্ছে, গুগলে সার্চ করা একটি প্রশ্ন। তাতে লেখা, মানুষের কানে লম্বা চুল কীভাবে গজায়? গুগলের উত্তর আসে, ‘টেস্টোস্টেরনের কারণে’। সেই সার্চের স্ক্রিনশটটাই নিজের স্টোরিতে দেন অভিনেত্রী। আর উপরে লিখেছেন, ‘যদি আপনি বুঝতে পারেন, বুঝে নিন’।
এই পোস্ট দেখামাত্রই নেটিজেনরা পরিষ্কার বুঝে যান যে, সামান্থার কটাক্ষের তীর কার দিকে? চিট্টিবাবুর দুই কানেই বড় চুল। তেলুগু ইন্ডাস্ট্রির অন্যতম বড় প্রযোজককে সহজে চেনার উপায়ও তার এই কান। যদিও এই কান নিয়ে এতদিন তেমন কোনো বিড়ম্বনায় পড়তে হয়নি তাকে। কিন্তু এবার সামান্থাকে নিয়ে বিদ্রুপ করায় পাল্টা তাকে এই কান নিয়েই কটাক্ষের শিকার হতে হলো।