পাঁচ নারীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে ভারতীয় বংশোদ্ভূত এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত বালেশ ধনখড় (৪৪) অস্ট্রেলিয়ার বাসিন্দা এবং সেখানে বসবাসকারী ওভারসিজ ফ্রেন্ড অব দ্য বিজেপির সাবেক প্রধান।
ধর্ষণের শিকার ওই পাঁচ নারী কোরিয়ার নাগরিক। সিডনিতে তাদের ধর্ষণের পর ভিডিও ধারণ করেন বালেশ। ধর্ষণের সেই ভিডিও ফাঁস হয়েছে।
অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজার পত্রিকা।
খবরে বলা হয়, তরুণীদের মিথ্যা কথার জালে ফাঁসিয়ে তাদের সঙ্গে বন্ধুত্ব করতেন বালেশ। এরপর ওই তরুণীদের নিজের বাড়িতে নিয়ে এসে মাদক খাওয়াতেন। তরুণীরা অচেতন হয়ে পড়লে তাদেরকে ধর্ষণ করতেন। বিছানার পাশে অ্যালার্ম ঘড়ির পাশে লুকিয়ে রাখা গুপ্ত ক্যামেরায় ধর্ষণের ভিডিও করতেন বালেশ।
ভিডিওগুলো এতটাই ভয়াবহ যা থেকে বালেশের বিকৃত যৌনাচারের রূপ প্রকাশ পেয়েছে বলে দাবি অস্ট্রেলীয় পুলিশের।
গত সোমবার সিডনির আদালতে তোলা হয় বালেশকে। তিনি জামিনের জন্য আবেদন করেন। কিন্তু বিচারপতি মাইকেল কিং তার আবেদন শুনতে চাননি। তাকে হাতকড়া পরানোর নির্দেশ দেন।
ফের মে মাসে বালেশকে আদালতে তোলা হবে। এরপর তার সাজা ঘোষণা করা হবে। এদিন আদালতের নির্দেশের পরই তিনি কান্নায় ভেঙে পড়েন।
আদালতে দোষ স্বীকার করে পেশায় তথ্য বিশেষজ্ঞ বালেশ জানান, তিনি একাকিত্ব বোধ করতেন। বিবাহ বর্হিভূত একটি সম্পর্ক তার ছিল। কিন্তু সেটাও ভেঙে যায়। তারপর থেকেই তিনি একাকিত্বে ভুগতেন। মূলত বিবাহিত জীবন তার সুখের ছিল না। সেকারণেই তিনি এ কাজ করেছন।
২০১৮ সালে বালেশের কাছ থেকে প্রচুর ভিডিও পাওয়া যায়। সেই ভিডিওতে দেখা গেছে, নারীরা অচেতন অবস্থায় রয়েছেন। একটি ভিডিও প্রায় ৯৫ মিনিট দীর্ঘ। ভিডিওর কিছু অংশ দেখে হতবাক হয়েছে খোদ বিচারপতি।