শুটিং অভিজ্ঞতা জানিয়ে স্পর্শিয়া বলেন, ‘সিনেমার পরিচালক মেহেদী রনি আমার পুরোনো বন্ধু। তার সঙ্গে এর আগে বড় পর্দার সিনেমা করেছি। সে তখন সিনেমাটোগ্রাফার ছিল। তখন থেকেই তার সঙ্গে আমার ভালো সম্পর্ক। এবার তার পরিচালনায় কাজ করলাম। গল্পটি যেমন ভালো, তেমনি সময় নিয়ে খুব যত্নসহকারে কাজটি করেছে নির্মাতা। শুটিং হয়েছে মানিকগঞ্জে। প্রচণ্ড ঠান্ডার মধ্যে কাজটি করতে হয়েছে। ইউনিটের সবারই অবস্থা বেশ খারাপ হয়ে গিয়েছিল ঠান্ডায়।’
এ সিনেমায় প্রথমবারের মতো স্পর্শিয়া কাজ করেছেন আদর আজাদের বিপরীতে। আদর প্রসঙ্গে স্পর্শিয়া জানান, ‘আদরের সঙ্গে কাজ করতে গিয়ে যেটা মনে হয়েছে, সে কাজের প্রতি খুব ডেডিকেটেড। খুব ভালো করেছে।’
অন্যদিকে, বঙ্গতে মুক্তি পেয়েছে স্পর্শিয়া অভিনীত রোমান্টিক কমেডি ধাঁচের সিরিজ ‘ওপেন কিচেন’। ইমরাউল রাফাতের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন টয়া, শাওন, তামিম মৃধা, আরশ খান।
সিরিজটি নিয়ে স্পর্শিয়া বলেন, ‘অনেক দিন পর পুরোনো বন্ধুদের সঙ্গে কাজ করলাম। অনেক আনন্দ নিয়েই কাজ করেছি। গল্পটি তিন বন্ধুকে নিয়ে। পরে তাদের সঙ্গে আরও দুজন যুক্ত হয়।’
ওয়েবের কাজে ব্যস্ত থাকার কারণে এবার ঈদের কোনো টেলিভিশন নাটকে কাজ করতে পারেননি স্পর্শিয়া। তিনি বলেন, ‘এবার ঈদ উপলক্ষে ওয়েবের কাজ নিয়েই ব্যস্ত ছিলাম। তাই নাটকের কাজ করা হয়নি। আর আমি এমনিতেই কাজ কম করি, বেছে বেছে পছন্দমতো কাজ করার চেষ্টা করি। মন সায় না দিলে সেই কাজ করি না।’
স্পর্শিয়ার অভিনীত ‘ফিরে দেখা’ ও ‘ক্ষমা নেই’ সিনেমা দুটি রয়েছে মুক্তির অপেক্ষায়। এ ছাড়া কথা চলছে নতুন কয়েকটি কাজ নিয়ে। শিগগিরই সে কাজের ব্যাপারে জানাবেন তিনি।