কিন্তু জানেন কি, এই অভিনেত্রীর বয়স প্রায় ৪০ পেরিয়েছে কিন্তু দেখে কে বলবে, নিজের রুপে, যৌবনে আলোকিত করে যাচ্ছেন পুরো টেলি ইন্ডাস্ট্রিকে। এই বয়সে এসেও তিনি তাঁর রূপের জাঁদুতে টেক্কা দিতে পারেন বহু নবাগত অভিনেত্রীদেরকে।
বাংলাদেশী ফিল্ম ইন্ডাস্ট্রি তো আছেই টলিউড ইন্ডাস্ট্রিও তাঁর রূপের জৌলুসে মুগ্ধ আট থেকে অষ্টাদশী। তবে এই অভিনেত্রী সামাজিক মাধ্যমেও বেশ অটুট, একের পর এক ছবি দিয়ে সর্বদাই সোশ্যাল মিডিয়ার শিরোনামে জায়গা করে নেন তিনি। জয়ার চাবুক ফিগার নিমেষে ঝড় তোলে বহু পুরুষের মনে। কিভাবে সকলের মনে রাজ করতে হয় তাও ভালোমতই জানেন অভিনেত্রী।
কখনো শাড়ি তো কখনো ওয়েস্টার্ন ড্রেসে সব পোশাকেই জয়া নিজেকে জাহির করতে সিদ্ধহস্ত। সম্প্রতি অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামে কয়েকটি ফটোশ্যুটের ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, তিনি হট প্যান্ট আর খোলা ব্লেজারে দাঁড়িয়ে রয়েছে, তাও একই প্রিন্টের টুপিস পোশাকে নিজেকে মুড়িয়েছেন অভিনেত্রী।
তাঁর এই ছবি গুলিতে যথেষ্ট স্পষ্ট তাঁর শরীরের প্রতিটা কোনা খামচা। অভিনেত্রীর নির্মেদ পেট, চকচকে উরু, টোনড ফিগারে মুগ্ধ নেটবাসীরা। আবার তিনি ক্যপশানে লিখলেন, ‘Feelin Cozy’। তাঁর ফলোয়ার্স সংখ্যাও অজস্র। আর তাঁর ছবি প্রকাশ্যে এলেই তাতে ভরে যায় ভালোবাসার বন্যা।
বাংলার প্রথম সারির পরিচালকদের মধ্যে সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গাঙ্গুলি,বিরশা দাসগুপ্ত, শিবপ্রসাদ নন্দিতা, অতনু সহ বহু পরিচালকের সঙ্গে কাজ করেছেন এই সুন্দরী অভিনেত্রী জয়া। তাঁর অভিনীত বঙ্গ ইন্ডাস্ট্রির ছবির তালিকায় রয়েছে ‘রাজকাহিনী’ ‘ বিসর্জন’ ‘কন্ঠ’, ‘রবিবার’ এর মতন ছবি।
এই ছবিগুলিতে তাঁর অভিনয় বেশ নজর কেড়েছিল দর্শকদের, এবং তাদের পছন্দের অভিনেত্রীর তালিকায়ও চলে এসেছেন জয়া। এছাড়া তিনি তাঁর অসাধারণ অভিনয়ের জন্য পেয়েছেন একাধিক পুরষ্কার।