জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ এমপি বলেছেন, কেউ নাম ডাকের জন্য জাতীয় পার্টি করতে পারেন, কিন্তু যোগ্য ব্যক্তি ছাড়া আগামীতে আর কাউকে প্রার্থী করা হবে না। এরশাদের প্রকৃত সৈনিক ও ত্যাগী নেতার হাতেই তুলে দেয়া হবে লাঙল।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল ) মানিকগঞ্জের সিংগাইরে শহীদ রফিক স্মরণী সড়কে সাবেক মন্ত্রীর বাস ভবনে আধুনিক ও উন্নত মানিকগঞ্জ-২ আসন বির্নিমাণে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে ভ্যার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
দুই পর্বে অনুষ্ঠিত মতবিনিময় সভার প্রথম পর্বে সাবেক মন্ত্রী গোলাম সারোয়ার মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকি আড্ডায় প্রধান অতিথির বক্তব্যে কাজী মামুনূর রশীদ বলেন, জাতীয় পার্টিতে কোনো বিভক্তি নেই। লাঙলের প্রকৃত মালিক এরশাদের তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছেন। নির্বাচনী প্রক্রিয়াকে চুড়ান্তকরণের পথে সাংগঠনিক কর্মকান্ড শুরু করা হয়েছে।
তিনি বলেন, শিগগিরই রওশন এরশাদের নেতৃত্বে একটি বিকল্প জোটের আত্মপ্রকাশ ঘটবে। যদিও পার্টি বিকশিত হওয়ার পথে অনেক সময় জোটের রাজনীতি প্রতিবন্ধকতা সৃষ্টি করে। অতীতেও দেখেছেন, জোটের রাজনীতির কারণে কখনও কখনও দলীয় কর্মকান্ড স্থবির হয়ে পড়ে।