সিটি নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখছি না : আইজিপি

নির্বাচনসহ সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।
তিনি বলেন, ’নির্বাচনের সময় নির্বাচন কমিশন যে দায়িত্ব দেবেন পুলিশ সে দায়িত্ব পালন করবে। প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ বাহিনীকে দক্ষ করে তোলা হয়েছে। এর আগেও আমরা অনেক নির্বাচন করেছি। নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ পুলিশের অভিজ্ঞতা আছে। আসন্ন সিটি নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখছি না।’

শুক্রবার (২৮ এপ্রিল) বাদ জুমা সিলেটে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত শেষে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট রেঞ্জ ডিআইজি মো. মিজান শাফিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ ও সিলেট জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।
তিন দিনের সফরে বৃহস্পতিবার রাতে সিলেটে আসেন আইজিপি। তিনি শুক্রবার দক্ষিণ সুরমার মোগলাবাজার প্যারাইরচক এলাকায় পুলিশ অফিসার্স মেসের জন্য প্রস্তাবিত নতুন স্থান পরিদর্শন করেন।

শনিবার সকাল ১০টায় জেলা পুলিশ লাইনসে সিলেটে কর্মরত অফিসারদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর দুপুর ১২টায় নির্মাণাধীন ৭ এপিবিএন পরিদর্শন ও সাড়ে ১২টায় নির্মাণাধীন আরআরএফ পরিদর্শন করবেন বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ।