চট্টগ্রামে মহানগরীর দেওয়ান হাট এলাকায় পুরোনো টায়ারের গোডাউনে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস ১১ ইউনিট।
শনিবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় দেওয়ান হাট ওভার ব্রিজের নিচে পোস্তার পাড় এলাকার ওই গোডাউনে আগুন লাগে।
আগুনের তীব্রতায় চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের কুণ্ডলী ও কালো ধোঁয়া অনেক উপর উঠে যায়। গোডাউনের আশপাশে ভিড় করেছে উৎসুক জনতা।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক বলেন, পুরোনো টায়ারের গোডাউনে আগুন লেগেছে। দুপুর ১২টা ৩৫ মিনিটে খবর পেয়ে ৪টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। আগুনের তীব্রতার কারণে নেভাতে হিমশিম খেতে হচ্ছে। দুপুর আড়াইটায় আগুন নিয়ন্ত্রণে আসেনি।