সন্ত্রাসী হামলায় আহত আলিফের হামলাকারীদের গ্রেফতারের দাবি

বাংলাদেশ কৃষক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন আলমগীেরের ছেলে  তেজগাঁও বিজ্ঞান স্কুলের ৯ম শ্রেণির ছাত্র এহসান হোসেন আলিফের উপর বিএনপি-জামাতের সন্ত্রাসী হামলার বিচারের দাবী জানিয়েছেন আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য তসলিম উদ্দীন রানা। তিনি গতকাল শনিবার সন্ত্রাসী হামলায় আহত এহসান হোসেন আলিফের বাসায় দেখতে গিয়ে এ দাবি জানান।

এসময় সাবেক ছাত্র নেতা সোহাগ চৌধুরী,  জমীর হোসেন জুমু, সাংবাদিক সৈয়দ তৌকির আহমদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে এহসান হোসেন আলিফের   হামলাকারীর গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।