বিদায়ী ঈদযাত্রায় ৩০৪টি সড়ক দুর্ঘটনায় ৩২৮ জন নিহত ও ৫৬৫ জন আহত হওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় শিশু কল্যাণ পরিষদে সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।
লিখিত বক্তব্যে বলা হয়, ঈদে নৌ, সড়ক ও রেলপথ মিলিয়ে ৩৪১টি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩৫৫ জনের। আহতের সংখ্যা ৬২৯। এবারের ঈদে গত বছরের তুলনায় ১৮ ভাগ দুর্ঘটনা কমার পাশাপাশি প্রাণহানি কমেছে ২১ ভাগ।
এবার সড়ক দুর্ঘটনায় শীর্ষে মোটরসাইকেল। ১৬৫ মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৭ জন নিহত ও ১২০ জন আহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার ৫৪ শতাংশ, নিহতের ৫১ শতাংশ এবং আহতের ২১ শতাংশ।