স্কুলছাত্রী মুক্তিকে কুপিয়ে হত্যায় অভিযুক্ত বখাটে আটক

 

নেত্রকোনার বারহাট্টায় স্কুলছাত্রী মুক্তি বর্মণকে দিনে-দুপুরে এলোপাতাড়ি কুপিয়ে হত্যায় অভিযুক্ত বখাটে কাউসারকে (১৯) আটক করা হয়েছে।

বুধবার দুপুরে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কনস্টেবল মতিউর রহমান ও কনস্টেবল চাঁন মিয়া গোপন সংবাদের ভিত্তিতে ছদ্মবেশে অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ বিষয়ে বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

বারহাট্টার বাউসী ইউনিয়নের প্রেমনগর ছালিপুরা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মুক্তি মঙ্গলবার দুপুরে স্কুল থেকে ফেরার পথে হত্যাকাণ্ডের শিকার হয়।

তার সহপাঠীরা জানায়, মুক্তিসহ তারা একসঙ্গে বাড়ি ফিরছিল। পথে কাউসার এসে দা দিয়ে মুক্তিকে কোপাতে শুরু করে। তারা ভয় পেয়ে চিৎকার করতে থাকলে লোকজন এসে মুক্তিকে উদ্ধার করে বারহাট্টা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে নেত্রকোনা সরকারি হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।