চট্টগ্রাম হচ্ছে দেশের সাহিত্য-সংস্কৃতি চর্চার প্রধান কেন্দ্র বিন্দু, চট্টগ্রামে এসে কবি নজরুল অনেক কবিতা, গান, গল্প, রচনা করেছে, বিট্রিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, স্বাধীনতার আন্দোলনসহ প্রতিটি আন্দোলনে কবি, লেখক, গবেষক শিল্পীদের ভূমিকা রয়েছে। জাতীয় সাংস্কৃতিক মঞ্চ চট্টগ্রামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সাংস্কৃতিক মঞ্চের কেন্দ্রীয় সভাপতি কবি মাহমুদুল হাসান নিজামী উপরোক্ত কথাগুলো বলেন।
সংগঠনের সভাপতি কামরুল হুদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক বীরগেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ, উপদেষ্টা শাহজাদা মো. ইব্রাহিম, বিশিষ্ট রাজনীতিবিদ দীপক কুমার পালিত, নজরুল সংগীত শিল্পী ফরিদা করিম, লালন পরিষদ চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক ও লোক সংগীত শিল্পী লূপর্ণা মূৎসূর্দ্দী লোপা, অবৃত্তিকার সুমন দত্ত, পটিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম জলি, সাংবাদিক গোলাম ছরওয়ার প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে কামরুল হুদাকে সভাপতি, গোলাম ছরওয়ারকে সিনিয়র সহসভাপতি, এডভোকেট হেফাজ উদ্দিন ও আফরোজা বেগম জলিকে সহ সভাপতি করা হয় । লুপর্না মুৎসুদ্দি লোপকে সংগীত সম্পাদক, অচিন্ত্য কুমার দাশকে সহ-সংগীত সম্পাদক, নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক, রোকন উদ্দিন আহমদকে যুগ্ম সম্পাদক, সুমন দত্তকে আবৃত্তি সম্পাদক, সাইফি আনোয়ার আজিমকে পাঠাগার সম্পাদক করা হয়।
এছাড়া সদস্য করা হয়েছে খদিজাতুল কোবরা চৌধুরী, মো: মিজানুর রহমান, সাংবাদিক ও কবি ওমর ফারুক, আমিনুল হক লিটন, জীবন নেসা সুইটি, জীবন নেসা জেবু সোমা মুৎসুদ্দি, কে এম আলী হাসান, ডগলস এন্ড্রিউ রোডার্গ, অশোক বড়ুয়া, সাইম প্যাজেন্টার, ইমতিয়াজ ফারুকী, জে. বি. এস আনন্দ বোধি ভিক্ষু, বিজয় ভিক্ষু, সি আর বিধান বড়ুয়, এম আর আমিন, মো: রফিক, সংগীত শিল্পী গীতা আচার্য্য, সংগীত শিল্পী সুকুমার দে, আনিস খোকন, মো. ইব্রাহিম, মো. আরিফুল ইসলাম, আশরাফুজ্জামান, রহমান খলিল, সংগীত শিল্পী তানিয়া, অসমিত চক্রবর্তী অমিত, নাট্যকার রুপন চক্রবর্তী, জসিম উদ্দিন, রঘুনাথ দাশকে।