রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবন ও কার্যালয় লক্ষ্য করে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে মস্কো। লক্ষ্যে আঘাত হানার আগেই ড্রোন দুটি ভূপাতিত করা হয়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
রুশ গণমাধ্যম আরটি জানায়, মঙ্গলবার (২ মে) দিবাগত রাতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে করে পুতিনের বুধবারের দৈনিক কার্যক্রমের কোনো বিঘ্ন ঘটেনি। তবে এটিকে সন্ত্রাসী কার্যক্রম আখ্যা দিয়ে এক বিবৃতি দিয়েছে পুতিনের কার্যালয় ক্রেমলিন।
শেষ খবর পাওয়া পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি ইউক্রেন। তবে সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেন একাধিক ড্রোন হামলা করেছে বলে অভিযোগ করেছে মস্কো।
ক্রেমলিনের বিৃবতিতে প্রতিশোধ নেওয়ার কথা বলা হয়েছে। এত বলা হয়, রুশ প্রেসিডেন্টের বিরুদ্ধে এটা একটা পরিকল্পিত সন্ত্রাসী হামলা। রাশিয়ার বিজয় দিবসের দু-এক দিন আগে করা এ হামলার প্রতিশোধ যথাসময়ে নেওয়া হবে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে ১৯৪৫ সালে নাৎসি জার্মানির বিরুদ্ধে জয়কে ৯ মে উদযাপন করে রাশিয়া। এটি দেশটির বিজয় দিবস। দিবসটিতে মস্কোয় জাঁকজমক করে প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্বের নানান দেশের অতিথিরা যোগ দেন।
ড্রোন হামলা সত্ত্বেও ৯ মে যথাসময়ে বিজয় দিবসের প্যারেড উদযাপিত হবে বলে উল্লেখ করা হয়েছে ক্রেমলিনের বিবৃতিতে।
এদিকে বুধবার সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ড্রোন দুটি যখন ভূপাতিত করা হয়, তখন পুতিন ক্রেমলিনে ছিলেন না। তখন তিনি মস্কোর পশ্চিমাঞ্চলের নভো-ওগারিওভো এলাকার আরেকটি সরকারি বাসভবনে ছিলেন।