ফিলিস্তিনের পশ্চিম তীর এলাকার একটি ভবনে পতপত করে উড়ছিল ইসরাইলের পতাকা। হঠাৎ কেটি কাক উড়ে এসে শক্তভাবে আঁকড়ে বসল পতাকাদণ্ডের ঠিক মাথায়।
শক্ত ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে খুলে ফেলতে শুরু করল পতাকার বাঁধন। ঠোকাঠুকির একপর্যায়ে স্থানচ্যুত পতাকাটি মুহূর্তেই চলে গেল দৃষ্টির বাইরে। কাজ শেষের পর সেখানেই মাথা উঁচু করে সগৌরবে কিছুক্ষণ বসেও ছিল কাকটি।
এ অদ্ভুত ঘটনায় বিস্মিত হয়েছে প্রত্যক্ষদর্শীরা। সেই সঙ্গে উচ্ছ্বসিতও। স্থানীয় এক বাসিন্দা ঘটনাটির ভিডিওচিত্র ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। মুহূর্তেই ভাইরাল হয় ভিডিওটি।
অনেক নেটিজেন বিষয়টিকে হাস্যরসাত্মকভাবে দেখছে। আবার অনেকের মতে, এ ঘটনার মাধ্যমে কাকটি সম্ভবত সবাইকে ‘শিক্ষা’ দিয়েছে। একজন নেটিজেন মন্তব্য করেছেন-‘একটি ইহুদিবিরোধী বুদ্ধিমান ফিলিস্তিনি কাক’ ফিলিস্তিনি চিকিৎসক ও লেখক তারিক সাদিদ টুইট করা ভিডিওর মন্তব্য সেকশনে লিখেছেন, ‘ফিলিস্তিনের পশুপাখিরাও ইহুদি সেনাদের ধ্বংসযজ্ঞের বিরোধী।’
তবে বেশিরভাগই কাকটিকে ইসরাইলি দখলদারত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধের প্রতীক হিসাবে উল্লেখ করেছেন। গার্ডিয়ান।