চট্টগ্রামে চাঁদাবাজ রশিদ-তারেক পুলিশের জালে

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা পুলিশ মোহাম্মদ হারুনুর রশিদ (৪০) ও মোঃ তারেক (৩৩) নামের দুই চাঁদাবাজকে গ্রেফতার করেছে। বুধবার রাত ১০টার দিকে নগরের ষোলশহর রেল ষ্টেশন থেকে তাদের ধরা হয়। পুলিশ বলছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি কনস্ট্রাকশন থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবির মামলা রয়েছে।

গ্রেফতার মোহাম্মদ হারুনুর রশিদ ভোলা জেলার শশীভূষণ এলাকার মোহাম্মদ বাদশা মাঝির ছেলে। তিনি চট্টগ্রাম নগরের পাঁচলাইশ মেয়র গলির গ্রীণভ্যালী আবাসিক এলাকায় বসবাস করছেন। অপরজন মোহাম্মদ তারেক চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকার আজিজুল হকের পুত্র।

পাঁচলাইশ থানার উপ পরিদর্শক দীপক দেওয়ান বলেন, আসামিরা ১৭ এপ্রিল সুজন নামের এক ব্যক্তি কনস্ট্রাকশন কাজ করতে গেলে তাদের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। তাদের দাবি পূলণ না করায় সুজনকে মারধর করেন। এ ঘটনায় পাঁচলাইশ থানায় ৪ সন্ত্রাসীকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে বুধবার রাতে ওই দুই চাঁদাবাজকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।