ওয়াশিংটন সফর শেষে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (০৪ মে) স্থানীয় সময় রাত ১১.৫০ এ ইউনাইটেড এয়ারওয়েজের একটি ফ্লাইটে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য লন্ডন সফর করছেন প্রধানমন্ত্রী।
শুক্রবার তিনি বাকিংহাম প্যালেসে নতুন রাজার রাজ্যাভিষেকের আগাম সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এদিন তিনি কমনওয়েলথ নেতাদের সঙ্গে একটি অনুষ্ঠানেও যোগ দেবেন।
শনিবার ওয়েস্টমিনিস্টারে রাজ্যাভিষেকের অনুষ্ঠানে অংশ নেবেন।
এছাড়াও লন্ডন সফরে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিবেন।
যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের একটি সংবর্ধনা অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি।
জাপানে ৪ দিনের দ্বিপাক্ষিক সফর শেষে গত শুক্রবার (২৮ এপ্রিল) বিশ্বব্যাংকের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্বের ৫০ বছর উদযাপন অনুষ্ঠানে যোগ দেন তিনি।
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও বিশ্বব্যাংক ২.২৫ বিলিয়ন ডলারের ৫টি প্রকল্প বাস্তবায়নের চুক্তি স্বাক্ষরিত হয়।