আর্জেন্টাইন সুপারস্টারের ‘সৌদি চর্চা’র কারণ কী?

কিছুদিন আগে সৌদি আরবের সবুজ সৌন্দর্যের প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন লিওনেল মেসি। এরপর সেই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে মরুর দেশটিতে চলেও যান সপরিবারে। আর্জেন্টাইন সুপারস্টারের এমন ‘সৌদি চর্চা’র কারণ কী? তবে কি আল হিলাল এফসির লোভনীয় প্রস্তাবে সাড়া দিয়ে প্রো লীগে যোগ দিচ্ছেন মেসি? ইউরোপিয়ান গণমাধ্যমগুলোর খবর, দেশটির পর্যটনদূত হওয়ায় সৌদি সফরে গিয়েছেন তিনি। তবে ফিফার এজেন্ট মার্কো কিরদেমিরের দাবি, আল হিলালে যেতে চান মেসি। সে কারণে সপরিবারে  সৌদি আরবে নিজেদের থাকার জায়গা দেখতে গিয়েছিলেন বিশ্বকাপ জয়ী তারকা।

লিওনেল মেসির পিএসজি অধ্যায়টা যে শেষ, তা মোটামুটি নিশ্চিত। বড় প্রশ্ন হলো আর্জেন্টাইন সুপারস্টারের পরবর্তী গন্তব্য কোথায়? ইউরোপিয়ান গণমাধ্যমগুলোর তথ্যমতে, মেসিকে ভেড়াতে সবার চেয়ে এগিয়ে তার সাবেক ক্লাব বার্সেলোনা। স্প্যানিশ দৈনিক মার্কাকে দেয়া সাক্ষাৎকারে ফিফা এজেন্ট কিরদেমির বলেন, ‘সে (মেসি) এখন বার্সেলোনায় যাবে না। অবসরের পর সে বার্সেলোনায় ফিরতে চায়।’

গত মাসে মেসিকে ভেড়াতে প্রো লীগের দল আল হিলাল এফসি বার্ষিক ৪০০ মিলিয়ন ইউরো পারিশ্রমিক অফার করে। গত জানুয়ারিতেই মেসি-আল হিলালের গাঁটছড়া বাঁধার সম্ভাবনার কথা জানিয়েছিল ইতালিয়ান গণমাধ্যম ‘ক্যালসিওমের্কাতো’। একই সময় স্প্যানিশ গণমাধ্যম মুন্দো দেপোর্তিভো খবর দেয়, মেসির জন্য ৩০০ মিলিয়ন ইউরো বার্ষিক বেতন প্রস্তাব করেছে আল হিলাল।

দ্বিতীয় দফায় আর্জেন্টাইন সুপারস্টারকে ভেড়ানোর প্রচেষ্টায় নেমে বেতন ১০০ মিলিয়ন ইউরো বাড়িয়ে দেয় সৌদি আরবের ক্লাবটি। আল হিলালে যোগ দিলে বছরে বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ৬১৯ কোটি ৪৪ লাখ টাকা বেতন পাবেন মেসি। ফিফা এজেন্ট কিরদেমিরের ভাষ্য, আর্জেন্টাইন সুপারস্টারকে ভেড়াতে ৬০০ মিলিয়ন ডলার খরচ করতে প্রস্তুত আল হিলাল। যা প্রায় সাড়ে পাঁচশ’ মিলিয়ন ইউরো। কিরদেমির বলেন, ‘বাদশাহর ক্লাব আল হিলাল মেসিকে ৬০০ মিলিয়ন ডলার প্রস্তাব করেছে। বাদশাহর (সালমান) সঙ্গে দেখা করতেই সৌদি আরবে গিয়েছে মেসি। সৌদিতে নিজের থাকার জায়গা দেখতে গিয়েছে সে। তার পরিবার সায় দিলে মেসি প্রো লীগেই খেলবে।’

বছরের শুরুতে ক্রিস্টিয়ানো রোনালদোকে ভেড়ায় সৌদি প্রো লীগের ক্লাব আল নাসর। এরপর মেসির সৌদি যাত্রার গুঞ্জন ছড়ালে মুন্দো দেপোর্তিভো জানিয়েছিল, রোনালদোকে ভেড়ানোর পর সৌদি আরবের নজর এবার মেসির ওপর। বিশ্ব ফুটবলে সৌদির নাম উঁচিয়ে ধরতেই এই প্রচেষ্টা। ২০৩০ বিশ্বকাপের আয়োজক হতে রোনালদো-মেসিদের মতো তারকাদের ব্যবহার করতে চায় সৌদি আরব।

আল নাসর এফসিতে বার্ষিক ২০ কোটি ১৮ লাখ ইউরোর কিছু বেশি বেতন পান ক্রিস্টিয়ানো রোনালদো। মেসি আল হিলালে যোগ দিলে পর্তুগিজ সুপারস্টারের চেয়ে দ্বিগুণের কাছাকাছি বেতন পাবেন বলে ধারণা করা হচ্ছে।