নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় চার বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবক, তার বাবা ও মায়ের বিরুদ্ধে মামলা হয়েছে। রবিবার (৭ মে) দুপুরে কেন্দুয়া থানায় মামলাটি করেন শিশুর মা।
আসামিরা হলেন উপজেলার নওপাড়া ইউনিয়নের মাইজকান্দি (আটাশিয়া) গ্রামের শহীদুল্লাহ, তার বাবা হাবুল বেপারী ও মা সাহিদা বেগম।
কেন্দুয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
পরিবার ও স্থানীয়দের বরাতে তিনি জানান, শনিবার (৬ মে) সকালে বাড়ির পাশে খেলা করছিল ওই শিশু। সেখান থেকে ডেকে একটি দোকানে নিয়ে যান শহীদুল্লাহ। দোকানে বসিয়ে কার্টুন দেখানোর কথা বলে তাকে ধর্ষণ করা হয়। শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে শহীদুল্লাহ পালিয়ে যান।
পুলিশ কর্মকর্তা আশরাফুল আলম জানান, শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে আসামিরা পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
–