টানা চার ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান। সুযোগ ছিল নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশের স্বাদ দেওয়ার। তবে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে পাকিস্তানকে ৪৭ রানে হারিয়ে ধবল-ধোলাই থেকে রেহাই পেল সফরকারীরা। শুরুতে নেমে ২৯৯ রানে অলআউট হন কিউইরা। জবাবে নেমে ২৫২ রানে গুটিয়ে যায় পাকিস্তান।
ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের দলনেতা টম লাথাম। ব্যাট করতে নেমে ২২ বলে ১৫ রানে ফেরেন ওপেনার টম ব্লান্ডেল। দ্বিতীয় উইকেটে নেমে ২৩ রান করেন হেনরি নিকোলস।
তৃতীয় উইকেট জুটিতে টম লাথাম ও উইল ইয়াং মিলে পাকিস্তানি বোলারদের শাসন করতে থাকেন। দুজনই ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেছেন। ৯১ বলে ৮৭ রান করে আউট হন ইয়াং। আর লাথাম থামেন ৫৯ রানে। এছাড়া চ্যাপম্যান ৪৩, ম্যাককনি ২৬ ও রাচিন ২৮ রান করেন।
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন বাঁ-হাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। এছাড়া শাদাব খান ও ওসামা মির নেন দুটি করে উইকেট। আর একটি করে উইকেটের দেখা পেয়েছেন হ্যারিস রউফ ও মোহাম্মদ ওয়াসিম।
জবাবে নেমে ভালো শুরু করতে পারেনি পাকিস্তান। ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। শান মাসুদ ৭, অধিনায়ক বাবর আজম ১, উইকেটরক্ষক মোহম্মদ রিজওয়ান ৯ ও ফখর জামান ৩৩ রান করেন। চতুর্থ উইকেটে ৯৫ বলে ৯৭ রানের জুটি গড়ে পাকিস্তানকে লড়াইয়ে ফেরান ইফতিখার আহমেদ ও আঘা সালমান।
৬টি চার ও ১টি ছক্কায় ৫৭ বলে ৫৭ রান করা সালমানকে শিকার করে নিউজিল্যান্ডকে ব্রেক-থ্রু এনে দেন পেসার হেনরি শিপলি।
দলীয় ১৬৩ রানে সালমানের বিদায়ের পর পরের দিকে ব্যাটারদের সঙ্গে বড় জুটি গড়তে পারেননি ইফতিখার। ৭২ বলে ৯৪ রান তুলে অপরাজিত থাকেন তিনি। শাদাব ১৪ ও মির ২০ রান করেন।