চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন কৈবল্যধাম হাউজিং এস্টেটের ( বিশ্বকলোনি) একটি ফোমের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১০ মে) সকাল ৮টায় কৈবল্যধাম হাউজিং এলাকায় মো. রহমতউল্লাহর মালিকানাধীন কারখানায় এই ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম থেকে জানানো হয়, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি গিয়ে সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে গোডাউনের ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। উদ্ধার করা হয়েছে ৩০ লাখ টাকার মালামাল।