টাকায় কী না হয়? চ্যাম্পিয়নস লিগের রাজা ক্রিশ্চিয়ানো রোনালদো তার সাম্রাজ্য ছেড়ে পাড়ি জমান প্রো লিগ খেলতে। মেসি যে সে পথে পা বাড়াবেন না তারই বা গ্যারান্টি কী। উল্টো সম্প্রতি মেসির সৌদি সফর সে পালেই হাওয়া দিচ্ছে। এই হাওয়া বজায় থাকলে মেসির তরি সৌদিতে ভেড়ার জোর সম্ভাবনা আছে। এদিকে ইতোমধ্যেই এএফপি জানিয়েছে বিশাল অংকের পারিশ্রমিকে আসছে মৌসুমেই সৌদিতে খেলবেন মেসি।
ফরাসি সংবাদমাধ্যম লেপিকও বলছে এমনটিই। মেসি ভাবছেন সৌদির ক্লাব আল হিলালের থেকে পাওয়া ৪০ কোটি ইউরোর লোভনীয় প্রস্তাব নিয়ে। তবে মেসির সৌদি সফর নিয়ে এখনও দ্বিধায় রোকুজ্জো।
ফিফা এজেন্ট মার্কো কির্দিমের মতে, সৌদি আরবের পরিবেশ ও পরিস্থিতি দেখে মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো যদি তার সেখানকার ফুটবলে খেলার পক্ষে রায় দেন, তাহলে আল হিলালে নাম লেখাতেও পারেন মেসি। তবে সৌদির ব্যাপারে বেশ দ্বিধায় আছেন রোকুজ্জো; সেটি জানিয়েছে লেপিক। তাদের মতে, রোকুজ্জোর চাওয়া মেসি থাকুক ইউরোপের ফুটবলেই। এখন দেখার বিষয় সৌদিকে নিয়ে দ্বিধা কাটে কি না রোকুজ্জোর। নাকি লোভনীয় প্রস্তাব লুফে নেন তিনিও।