ইউক্রেনকে দূরপাল্লার ক্রুস ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার (১১ মে) দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এ খবর নিশ্চিত করেছেন।
স্টর্ম শ্যাডো নামের যুক্তরাজ্যের এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ২৫০ কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। এটি বিমান থেকে ছোড়া হয়। তাই ফ্রন্টলাইন থেকে নিরাপদ দূরত্ব থেকে এটি দিয়ে রুশ সেনাদের অবস্থানে আঘাত করা যাবে।
তা ছাড়া ক্ষেপণাস্ত্রটি নিচু হয়ে লক্ষ্যের দিকে ছুটে যায়। তাই কোনো রাডার বা ক্ষেপণাস্ত্রবিরোধী ব্যবস্থা দিয়ে এটিকে শনাক্ত করা বেশ কঠিন হবে।
ইতঃপূর্বে যুক্তরাষ্ট্রও ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র দিয়েছে। কিন্তু হিমার্স নামের ওই ক্ষেপণাস্ত্র দিয়ে মাত্র ৮০ কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত করা যায়।
বৃহস্পতিবার বিবিসি জানায়, এমন এক সময়ে যুক্তরাজ্য ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণা দিল, যখন পাল্টা হামলার জন্য প্রায় প্রস্তুত ইউক্রেন। তবে সব প্রস্তুতি শেষ হলেও পাল্টা হামলা শুরু করতে আরও কিছু সময় দরকার হবে বলে বৃহস্পতিবার মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এদিকে ইউক্রেনকে যুক্তরাজ্যের ক্রুস ক্ষেপণাস্ত্র দেওয়া নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি রাশিয়া। তবে এ ধরনের অস্ত্র দেওয়া নিয়ে ইউক্রেনের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্যসহ অন্যদের সম্প্রতি বারবার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।