ইমরান খানের গ্রেপ্তার অবৈধ, মুক্তির নির্দেশ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের গ্রেপ্তার অবৈধ ঘোষণা করে তাকে ‘অবিলম্বে মুক্তি’ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। একই সঙ্গে তাকে ইসলামাবাদ হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানের গ্রেপ্তারের ওপর শুনানির সময় পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল এই নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে দ্য ডন।

এর আগে ইমরান খানকে আদালতে হাজির করতে জাতীয় জবাবদিহি ব্যুরোকে নির্দেশ দেন প্রধান বিচারপতি বন্দিয়াল, বিচারপতি মুহাম্মদ আলি মাজহার ও বিচারপতি আতহার মিনাল্লাহের সমন্বয়ে গঠিত তিন সদস্যের সুপ্রিম কোর্ট বেঞ্চ।

গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট থেকে আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। মামলাটি তদন্ত করছে এনএবি। গ্রেপ্তারের বিরুদ্ধে আদালতে আবেদন করেন ইমরান খান। এরপর আজ আবেদনের শুনানি চলাকালে এ নির্দেশনা দেন সুপ্রিম কোর্ট।