অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন বিআরটিসি এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ১৫ জন পুরুষ ও পাঁচজন নারী পতিতা রয়েছে।
বৃহস্পতিবার (১১ মে) দিবাগত রাতে হোটেল হিলটাউন থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির। তিনি বলেন, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।