পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ার বাদুরতলী সংলগ্ন জিয়া কলোনীতে মাটি কাটা ডোবার পানিতে ডুবে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ মে) দুপুরের বিয়োগান্তক ঘটনায় মহল্লা জুড়ে শোকাবহ অবস্থা বিরাজ করছে।

নিহতরা হচ্ছে- অটোচালক সোহেল ফকিরের সাত বছরের ছেলে রুমান, পাঁচ বছরের মেয়ে শারমিন ও সোহেলের ভাই রুবেল ফকিরের আট বছরের মেয়ে মরিয়ম।

এলাকার লোকজন জানান, শুক্রবার দুপুরে বাবা-মা ঘরে না থাকায় দাদী শেফালী বেগমের কাছেই ছিলো হতভাগা শিশু তিন ভাই-বোন। তারা তিনজনে বাড়ির পাশেই খেলছিল। দুপুরের স্থানীয় এক প্রতিবেশী গরুকে পানি খাওয়ানোর জন্য মাটি কাটার গর্তে জমে থাকা পানি তুলতে গেলে গর্তের পানিতে এক শিশুকে ভাসমান অবস্থায় দেখতে পায়।

তিনি দ্রুত ওই শিশুকে পানি থেকে ওঠাতে গেলে ডুবন্ত অবস্থায় অন্য দুই শিশুর মরদেহ দেখেন। তাৎক্ষণিক তার ডাকচিৎকারে স্থানীয়দের সহায়তায় তিন শিশুকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ নিহত শিশুদের বাড়ি গিয়ে তিন শিশুর মরদেহের সুরতহাল সম্পন্ন করে। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানান কলাপাড়া থানার ওসি মো, জসীম।