কুবরা কেঁদে ফেলেন অন্তরঙ্গ দৃশ্য করে

স্যাক্রেড গেমস’ সিরিজে নেটিজেনদের বেশ প্রশংসা কুড়িয়েছিল নওয়াজউদ্দিন ও কুবরার রসায়ন। কিন্তু এই সিরিজে নওয়াজের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে গিয়ে হাউমাউ করে কেঁদে ফেলেন এই অভিনেত্রী। সিরিজটি নির্মাণ করেন অনুরাগ কাশ্যপ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কুবরা বলেন, সিরিজে অন্তরঙ্গ সেই দৃশ্যটি করতে প্রায় ৭ বারের উপর টেক দিতে হয়। এতে শুটিং শেষ হওয়ার পর মাটিতে শুয়ে হাউহাউ করে কেঁদে ফেলেন তিনি।