মিয়ানমারে মোখায় নিহত বেড়ে ২৯

মিয়ানমারে ঘূর্ণিঝড় মোখায় নিহতের সংখ্যা বেড়ে ২৯ এ দাঁড়িয়েছে। নিহতদের প্রায় সবাই রাখাই রাজ্যের রাজধানী সিতওয়ের বাসিন্দা এবং রোহিঙ্গা বলে আশঙ্কা করা হচ্ছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক রোহিঙ্গা নেতা বার্তা সংস্থা এএফপিকে বলেন, সিতওয়ের উত্তর-পশ্চিম দিককার খাউং ডোকে কার গ্রামে ঘূর্ণিঝড় মোখার আঘাতে অন্তত ২৪ ব্যক্তি নিহত হয়েছেন।

সিতওয়ের আরও কয়েকটি রোহিঙ্গা গ্রাম ও স্থানীয়ভাবে বাস্তুচ্যুত মানুষের (আইডিপি) শিবিরে আরও অনেকে নিখোঁজ রয়েছেন। সেখানে অনেক বাড়ি-ঘর ধ্বংস হয়েছে বলেও জানিয়েছেন ওই রোহিঙ্গা নেতা।

সিতওয়েতে প্রায় দেড় লাখ মানুষের বসবাস। ইতোঃপূর্বে সেখানে মোখায় ৫ ব্যক্তি নিহত ও কিছু বাসিন্দা আহত হয় বলে জানিয়েছিল স্থানীয় সামরিক প্রশাসন।

ঘূর্ণিঝড় মোখা ১৪ মে রবিবার দুপুরের দিকে ঘণ্টায় প্রায় ১২০ মাইল বেগে বাংলাদেশের কক্সবাজার ও মিয়ানমারের রাখাইন রাজ্যে আঘাত হানে।

বাংলাদেশে সেন্টমার্টিন ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়। অনেকে আহত হয়। কিন্তু এখন পর্যন্ত নিহতের কোনো খবর পাওয়া যায়নি।

কিন্তু রাখাইন রাজ্যে ব্যাপক ধ্বংসলীলা চালায় মোখা। স্থানীয় কয়েকটি সূত্রে এএফপি জানায়, রাখাইন রাজ্যে ৮৫০ এর বেশি বাড়ি-ঘর ও ১৪টি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র ধ্বংস হয়েছে।

তবে প্রকৃত ক্ষয়-ক্ষতির পরিমাণ অনেক বেশি বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ রাজনৈতিক অস্থিরতার কারণে মিয়ানমারের অন্য রাজ্যের মতো রাখাইনেরর ঠিকঠাক খবর জানা যায় না।

সূত্র: এএফপি