নাইজেরিয়ায় মার্কিন কূটনীতিক বহরে হামলা, নিহত ৪

নাইজেরিয়ার দক্ষিণ-পূর্ব অ্যানামব্রা রাজ্যে বন্দুকধারীর হামলার শিকার হয়েছে মার্কিন কূটনীতিক গাড়িবহর। গতকাল মঙ্গলবারের (১৬ মে) এ ঘটনায় চারজন নিহত হয়েছেন। অপহৃত হয়েছে তিনজন। খবর সিএনএন।

মার্কিন ও নাইজেরিয়ার কর্মকর্তারা জানান, ওই বহরে যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক ছিলেন না। নিহতের মধ্যে দুজন মার্কিন কনস্যুলেটের কর্মী ও অন্য দুজন পুলিশ কর্মকর্তা।

অ্যানামব্রার পুলিশ জানায়, আক্রমণকারীরা ‘দুই পুলিশ কর্মকর্তা ও মার্কিন কনস্যুলেটের দুই কর্মীকে হত্যা করেছে। তাদের মরদেহ ও গাড়িতে আগুন দিয়েছে।’

পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট ইকেঙ্গা তোচুকউ জানায়, অপহরণের শিকার ব্যক্তিরা হলেন দুই পুলিশ কর্মকর্তা ও গাড়ির চালক। যৌথ নিরাপত্তা বাহিনী তাদের উদ্ধারে কাজ করছে।

বিষয়টি অবগত রয়েছেন বলে জানান হোয়াইট হাউজের নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখমাত্র গতকাল বলেছেন, এ ঘটনার তদন্তে স্থানীয় নিরাপত্তা সংস্থার সঙ্গে কাজ করছে মিশনের কর্মীরা।

সাম্প্রতিক বছরে নাইজেরিয়ার বিচ্ছিন্নতাবাদীরা এ অঞ্চলে তাদের আক্রমণ বাড়িয়েছে। সাধারণত তাদের প্রধান লক্ষ্য হয়ে থাকে পুলিশ ও সরকারি ভবন।

দেশটির কর্মকর্তারা প্রায়ই দক্ষিণ-পূর্ব অঞ্চলে হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত ইন্ডিজিনিয়াস পিপল অব বিয়াফ্রা মুভমেন্ট (আইপিওবি) ও এর সশস্ত্র শাখা ইস্টার্ন সিকিউরিটি নেটওয়ার্ককে দায়ী করে থাকে। তবে আইপিওবি বরাবই সহিংসতার দায় অস্বীকার হয়ে আসছে।