জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ ৯ টি ক্যাটাগরিতে রাঙামাটির কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ( বিএন স্কুল এন্ড কলেজ) শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
কাপ্তাই উপজেলা পর্যায়ে ৫ সদস্যের মূল্যায়ন কমিটি এই নির্বাচন করেন বলে জানান কমিটির সদস্য সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান। উপজেলা নির্বাহী অফিসার রুমন দে মূল্যায়ন কমিটির আহবায়ক এর দায়িত্ব পালন করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এই বছর জাতীয় শিক্ষা সপ্তাহে
স্কুল ও কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে বিএন স্কুল এন্ড কলেজ, কাপ্তাই।
এছাড়া কলেজ পর্যায়ের শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক মনোনীত হয়েছেন অত্র প্রতিষ্ঠানের প্রভাষক মোঃ আমিরুল ইসলাম, শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছে ১০ম শ্রেণির শিক্ষার্থী অর্ণব বড়ুয়া, শ্রেষ্ঠ বিএনসিসি নির্বাচিত হয়েছে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী অরিত্রী তালুকদার, শ্ৰেষ্ঠ রোভার দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান, শ্রেষ্ঠ স্কাউট গ্ৰুপ নির্বাচিত হয়েছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই গ্ৰুপ, শ্রেষ্ঠ বিএনসিসি গ্ৰুপ সিনিয়র ডিভিশন(কলেজ শাখা) বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই। শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক স্বামীজী মল্লিক।
প্রসঙ্গত: জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৩ এর সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ হতে উপজেলা পর্যায়ে ৪৮ টি ইভেন্টে ৪৮জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং ৪০জন শিক্ষার্থী ১ম স্থান অধিকার করে জেলা পর্যায়ে প্রতিযোগিতার জন্য মনোনীত হন। গত ১৩ মে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিএন স্কুল এন্ড কলেজ, কাপ্তাই এর এই সাফল্যে কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, ইউএনও রুমন দে, শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান প্রতিষ্ঠানের এর সকল বিজয়ী শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
প্রতিষ্ঠানের এই অসাধারণ সাফল্যে বি এন স্কুল এন্ড কলেজ কাপ্তাইয়ের উপাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম সকলকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি বলেন, ‘অতীতেও আমরা তিন পার্বত্য জেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছি এবং এ সফলতাকে ধরে রাখতে আমরা সকলেই নিয়মিত কাজ করে যাচ্ছি’।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ কমান্ডার মাহবুব আহমদ শাহজালাল এই সাফল্যের জন্য সকল শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, জেলা পর্যায়েও আমরা এ শ্রেষ্ঠত্ব ধরে রাখব এবং জাতীয় পর্যায়ে একটি ভালো স্থান অর্জনে সক্ষম হব এই প্রত্যাশা ব্যক্ত করছি।