ম্যানচেস্টার ইউনাইটেড ১৯৯৮-১৯৯৯ মৌসুমে ঐতিহাসিক ট্রেবল জিতেছিল। দুই দশকে প্রিমিয়ার লিগের আর কোন দল ওই কীর্তি গড়তে পারেনি। এবার ম্যানচেস্টার সিটির সামনে শীর্ষ পর্যায়ের তিন শিরোপা জয়ের হাতছানি।
ম্যানসিটিকে ট্রেবল জিততে দেবে না বলে হুমকি দিয়ে রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এফএ কাপের ফাইনালে ৩ জুলাই মুখোমুখি হবে দুই নগরপ্রতিদ্বন্দ্বী। একইরকম হুমকি রিয়াল মাদ্রিদও দিয়েছিল।
চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে ঘরের মাঠে ১-১ গোলে সমতা করলেও দ্বিতীয় লেগ বাকি বলে মন্তব্য করেছিলেন লস ব্লাঙ্কোস শিবিরের অনেকে। তারাই ইত্তিহাদে এসে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা সিটিজেনরা ১১ জুলাই মাঠে নামবে।
এছাড়া প্রিমিয়ার লিগ শিরোপা জয় ম্যানসিটির জন্য এখন সময়ের ব্যাপার। হাতে তিন ম্যাচ বাকি আছে গার্দিওয়ালার দলের। একটি জিতলেই লিগ ঘরে উঠতে তাদের। ওই হিসেবে ট্রেবল থেকে মাত্র তিন ম্যাচ দূরত্বে ম্যানসিটি।
প্রতিপক্ষ এবং ভেন্যু মিলিয়েও ফেবারিট পেট্রো ডলারের দল ম্যানসিটি। এফএ কাপের ফাইনালে রেড ডেভিলসদের বিপক্ষে ওয়েম্বলি স্টেডিয়ামে মুখোমুখি হবে সিটিজেনরা। শক্তি ও ফর্ম বিচারে ওই ম্যাচে পরিষ্কার ফেবারিট ডি ব্রুইনা-হ্যালান্ডরা। নিরপেক্ষ ভেন্যু হওয়ায় হোম-অ্যাওয়ে সুবিধা থাকবে না।
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে ইস্তাম্বুলে। নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ। ওদিকে শক্তির বিচারে ম্যানসিটি অপেক্ষা ইতালির ক্লাব ইন্টার মিলান বেশ দূরে। যদিও কোচ ইনজাগির দল গোছানো ফুটবল খেলছে। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল মানেই তো বাড়তি উত্তাপ।
ম্যানসিটি কোচ পেপ গার্দিওয়ালাও মনে করছেন, এখন তারা ট্রেবলের খুব কাছে। ট্রেবল হতে তিন ম্যাচ দূরে, ‘আগে প্রথম দুটি জিততে দিন (এরপর ট্রেবলের ভাবনা)। প্রিমিয়ার লিগ জয়ের খুব কাছে আমরা। এরপর মুখোমুখি হবো আমাদের প্রতিবেশির (ম্যানইউ) বিপক্ষে। পরের প্রতিপক্ষ ইতালির দল। আমরা ওই পথে আছি, খেলোয়াড়রা এখন এটা নিয়ে ভাবতে পারে এবং শিরোপা কল্পনা করতে পারে। আমরা এখন তিন ম্যাচ দূরত্বে।’