স্ত্রীর করা মামলায় চাকরি হারালেন পুলিশ কর্মকর্তা মো. সোহেল উদ্দিন। তিনি কুড়িগ্রামের জেলার রৌমারী সার্কেলে কর্মরত ছিলেন।
আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ কর্মকর্তা সোহেল উদ্দিনের বিরুদ্ধে তাঁর স্ত্রী রিফাত জাহান ঢাকার সিএমএম আদালতে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় মামলা করেন। ওই মামলায় তিনি গত বছরের ২ অক্টোবর আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। ওই মামলায় গত বছরের ১০ নভেম্বর অভিযোগ গঠিত হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিএসআর পার্ট-১ বিধি ৭৩ অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাঁকে বরখাস্ত করা হয়েছে। বিএসআর পার্ট ১ বিধি ৭১ অনুযায়ী তিনি খোরপোষ পাবেন। জামিন গ্রহণের তারিখ থেকে অর্থাৎ ২ অক্টোবর থেকে তা কার্যকর হবে।