একটানে জালে ধরা পড়ল ৫৪ কেজির ৫ পাঙ্গাস!

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলে আসলাম হলদারের জালে একটানে বড় আকৃতির পাঁচটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে। পাঁচটি মাছের ওজন ৫৪ কেজি। মাছগুলো নিলামের মাধ্যমে ৭০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার সময় দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাটের নিচে ওই মাছগুলো ধরা পড়ে। মাছগুলো দৌলতদিয়া ৬ নম্বর ফেরি ঘাটের আমু খার আড়তে নিয়ে আসলে উম্মুক্ত নিলামে তিনটি মাছ চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা ও দুইটি মাছ শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া কিনে নেন।

স্থানীয় জেলে আসলাম হালদার বলেন, ‘পদ্মা নদীতে পানি বাড়ছে, তাই বড় মাছের আশায় শুক্রবার ভোর থেকেই জাল ফেলা শুরু করি। বেলা ১১টার সময় জালে টান পড়লে দ্রুত নৌকায় টেনে তোলার পরে পাঁচটি পাঙ্গাস মাছ ধরা পড়ে। যার একটির ওজন ১৩ কেজি, একটির ওজন ১২ কেজি ও দুইটি ওজন ১০ কেজি করে ও বাকিটির ওজন ৯ কেজি। এক সঙ্গে ৫৪ কেজি মাছ পেয়ে আনন্দে বুকটা ভরে গেছে।’

দৌলতদিয়া ৬ নম্বর ফেরি ঘাটের আড়ৎদার আমু খা বলেন, ‘মাছ পাঁচটি স্থানীয় সকল জেলেদের অংশ গ্রহণে ডাকের মাধ্যমে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৭০ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়েছে।’

চাঁদনী অ্যান্ড আরিফা ও শাকিল সোহান মৎস্য আড়তের মালিক চাঁন্দু মোল্লা ও শাজাহান মিয়া বলেন, ‘মাছগুলো বর্তমানে ফেরি ঘাটের পল্টুনের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। মোবাইলে যোগাযোগ করা হচ্ছে। একটু লাভ পেলেই বিক্রি করে দেওয়া হবে।’