ছুটি পেলেই দেশের বাইরে ঘুরতে যাওয়া তারকাদের নিয়মিত বিষয়। তবে বলিউড তারকা অভিনেত্রী তাপসী পান্নু বোধহয় সবার থেকে এগিয়ে। একটু সময় পেলেই ছুটে যান বিদেশে। বর্তমানে নিউইয়র্কে ছুটি কাটাচ্ছেন এই অভিনেত্রী। সম্প্রতি হলিউডের বিখ্যাত ইউনিভার্সাল স্টুডিওতে ঘুরতে গিয়েছিলেন তিনি। যেন হ্যারি পটারকে খোঁজার মিশনে নেমেছেন।
আমেরিকার লস অ্যাঞ্জেলেসে অবস্থিত হলিউডের ইউনিভার্সাল স্টুডিও। তার সাইনবোর্ডের নিচে দাঁড়িয়ে গত মঙ্গলবার তাপসী ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে লেখেন, ‘চলো আবার পর্যটক হই।’
এর কিছুক্ষণ পর নিজের ইনস্টা স্টোরিতে বেশ কিছু ছবি প্রকাশ করেন অভিনেত্রী। সেখানে দেখা যায়, ইউনিভার্সাল স্টুডিওর ভেতরে হ্যারি পটারের একটি পোর্ট্রেটের দিকে তাকিয়ে আছেন তাপসী। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘কৈশোরের সময়কে খুঁজছি। হ্যারি পটারের খোঁজে।’
এর পাশাপাশি তাপসী লস অ্যাঞ্জেলেস শহরে ঘুরে বেড়ানোর বেশ কিছু ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ার পাতায়। ছবিতে সাদা ক্রপ পটের সঙ্গে ওয়াইন রঙের শাড়িতে দেখা মিলেছে তার। চোখে রোদচশমা, পায়ে স্নিকার্স। কথিত প্রেমিক ও ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ম্যাথিয়াস বো এবং বোন শাগুন পান্নুর সঙ্গে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী।
এর আগে শনিবার নিউইয়র্কের একটি বার ও ক্যাফের বাইরে বসে ছবি শেয়ার করেন তাপসী। একটি ছবির ক্যাপশনে লিখেছেন, ‘ক্লিয়ারলি অ্যান অ্যান্টি বার পারসন’। মদ পান না করে তিনি যে কফিই বেশি পছন্দ করেন তা স্পষ্ট ছবিতে। অন্য ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘এখানে বেশ আছি।’ তাপসীর বোন শাগুন ইনস্টাগ্রাম স্টোরিতে তাদের একটি গ্রুপ সেলফি শেয়ার করেছেন।
এদিকে প্রথমবার শাহরুখ খানের নায়িকা হচ্ছেন অভিনেত্রী তাপসী পান্নু। শুধু তাই নয়, প্রথমবার কাজ করছেন রাজকুমার হিরানির পরিচালনায়। ছবির নাম ‘ডাঙ্কি’। আপাতত ছবির শুটিং থেকে বিরতি নিয়ে বিদেশ ঘুরছেন নায়িকা। ছবিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অভিনেতা ভিকি কৌশলকেও। কিছু দিন আগেই ডাঙ্কির শুটিং করতে কাশ্মির উড়ে গিয়েছিলেন তারা।
প্রসঙ্গত, অভিবাসন নিয়ে রাজকুমার হিরানি তৈরি করছেন ডাঙ্কি। শাহরুখ অভিনীত চরিত্রের পাঞ্জাব থেকে কানাডায় যাওয়ার যাত্রাপথই উঠে আসবে এ ছবিতে। ছবির কাহিনী লিখেছেন অভিজাত জোশী, রাজকুমার হিরানি ও কণিকা ধিলোন।
বেশ কয়েক বছর ধরে ডেনমার্কের ম্যাথিয়াস বোর সঙ্গে ডেট করছেন তাপসী। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, ‘একই ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরে ডেট করছি, কৃতজ্ঞ।’ সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি পোস্ট না করার বিষয়ে বলতে গিয়ে অভিনেত্রী জানিয়েছিলেন, ‘আমরা মোটেই সম্পর্ক লুকিয়ে রাখার চেষ্টা করছি না।’ যোগ করেছেন, ‘আমরা পরস্পরের জন্য সময় খুঁজে বের করি। এই দীর্ঘ ৯ বছরের দূরত্বের সম্পর্ক এগিয়ে যেতে অনেক সাহায্য করে।’