বলিউড বাদশা শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমায় অভিনয় করছেন ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী সানিয়া মালহোত্রা। সম্প্রতি এই সিনেমায় কাজ করার কথা নিজেই জানালেন। ভারতীয় সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে সানিয়া জানিয়েছেন, এই সিনেমার অংশ হতে পেরে ভীষণ উচ্ছ্বসিত তিনি। আর অবশেষে এই সিনেমাটির বিষয়ে কথা বলতে পারছেন।
এতদিন ধরে এই সিনেমাতে থাকা তার চরিত্রের বিষয় কিছু প্রকাশ্যে আসতে দেওয়া হয়নি। বরং যখনই কেউ তাকে এই অ্যাকশনে ভরপুর সিনেমাটি নিয়ে প্রশ্ন করেছেন, তিনি উল্টাপাল্টা উত্তর দিয়ে কাটিয়ে দিয়েছেন। অবশেষে জানালেন, এটা তার স্বপ্নপূরণ হওয়ার মতো একটি সিনেমা। তিনি এই সিনেমা শাহরুখ খানের সঙ্গে কাজ করতে পেরেছেন এটাই তার জন্য সব থেকে বড় কথা।
তিনি আরও জানিয়েছেন, শাহরুখ খান তার আশপাশে থাকলেই তিনি খুশি হয়ে যান। মুক্তি প্রতীক্ষিত ‘কাঠাল’ সিনেমার প্রচারে গিয়ে এসব কথা জানান সানিয়া।
‘কাঠাল’ সিনেমা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, এই সিনেমায় যেমন কমেডি আছে, তেমনই আছে ড্রামা এবং একটি বিশেষ সামাজিক বার্তা রয়েছে। এই সিনেমায় সানিয়া ছাড়াও দেখা যাবে রাজপাল যাদব, বিজয় রাজ, অনন্ত ভি যোশীসহ অনেককে। ১৯ মে মুক্তি পায় সিনেমাটি। অন্যদিকে ‘জওয়ান’ মুক্তি পাবে ৭ সেপ্টেম্বর।