আওয়ামী লীগের ১৭ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটি সফরে গেছেন। গতকাল রোববার রাতে তারা বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছাড়েন।
প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান। আওয়ামী লীগের প্রতিনিধিদলের চীন সফরের বিষয়টি আজ সোমবার গণমাধ্যমকে নিশ্চিত করেন প্রতিনিধি দলের একাধিক সদস্য।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন নাহার চাপা, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, কেন্দ্রের কার্যনির্বাহী সদস্য সুফরা বেগম রুমি, গ্লোরিয়া সরকার ঝর্ণা, পারভীন জামান কল্পনা, আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী, আজিজুস সামাদ আজাদ ডন, আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য তরুণ কান্তি দাস এবং এ কে ফাইয়াজুল হক রাজু।
এর আগে গত বৃহস্পতিবার রাতে ঢাকায় চীনা রাষ্ট্রদূতের কার্যালয়ে ফিঙ্গার প্রিন্ট দেন আওয়ামী লীগের প্রতিনিধিদলের সদস্যরা। পরে চীনা রাষ্ট্রদূতের বাসভবনে নৈশভোজে অংশ নেন তারা।