পুলিশের ১ অতিরিক্ত ডিআইজি ও ১১ এসপিকে বদলি

পুলিশের একজন অতিরিক্ত ডিআইজি ও ১১ পুলিশ সুপারকে (এসপি) বদলি করে নতুন দায়িত্ব দিয়েছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা রেলওয়ের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ আশফাকুল আলমকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে, নারায়নগঞ্জ সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসপি) এস এম রফিকুল ইসলামকে অপরাধ তদন্ত বিভাগ সিআইডিতে, সৈয়দপুর রেলওয়ে পুলিশের পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমানকে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে, পুলিশ সদরদপ্তরের মোহাম্মদ শাহিনুর আলম খানকে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার, পুলিশ সদরদপ্তরের মোহাম্মদ রাহাত গাওহারীকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ হাবীবুন নবী আনিছুর রশিদকে পুলিশের বিশেষ শাখা-এসবির ঢাকার পুলিশ সুপার, পুলিশের বিশেষ শাখা-এসবির ঢাকার পুলিশ সুপার মো. জাকির হোসেনকে রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনারের (ডিসি) দায়িত্ব পেয়েছেন।

এছাড়া পুলিশের বিশেষ শাখা-এসবির ঢাকার পুলিশ সুপার মো. জাকির হোসেনকে রংপুর মহানগর পুলিশ উপ-পুলিশ কমিশনার (ডিসি), সিআইডির বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ ফয়সাল আহম্মেদকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি), রংপুর মহানগর পুলিশ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আবু সাইমকে পুলিশ সদরদপ্তরে (টিআর), রাজারবাগ পুলিশ টেলিকমের পুলিশ সুপার ড. তানিয়া আনসারীকে পুলিশ সদরদপ্তরে (টিআর), ময়মনসিংহ রিজিয়ন ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার এ এ এম হুমায়ুন কবীরকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মনজুর মোরশেদকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার করা হয়েছে।