লঙ্কান প্রিমিয়ার লীগের (এলপিএল) আসন্ন আসরে খেলবেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। গলে গ্ল্যাডিয়েটরস সাকিবকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে। আগামী ৩০ জুলাই পর্দা উঠবে এলপিএলের চতুর্থ আসরের। ফাইনাল মাঠে গড়াবে ২০ জুলাই।
তবে সাকিবকে পুরো টুর্নামেন্টের জন্য পাবে না গলে। গত আয়ারল্যান্ড সিরিজে আঙুলে চোট পাওয়া সাকিব মাঠের বাইরে ছিটকে গেছেন অন্তত দেড় মাসের জন্য। এছাড়া আগামী মাসে একটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলতে বাংলাদেশে আসছে আফগানিস্তান। এর আগে জাতীয় দলের খেলা থাকায় আইপিএলে দল পেলেও পরে নাম প্রত্যাহার করেন সাকিব।
সাকিব ছাড়াও এলপিএলের ড্রাফটে বাংলাদেশ থেকে নাম দিয়েছেন । মুশফিকসহ আরও চার ক্রিকেটার। আগামী ৪ জুন অনুষ্ঠিত হবে ড্রাফট।