গাজীপুর সিটি করপোরেশনের ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে টানা ভোটগ্রহণ চলে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এ ভোট হয়েছে। এখন চলছে ভোট গণনা
ভ্যাপসা গরমে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকলেও ভোট নিয়ে ব্যপক উৎসাহ উদ্দীপনা ছিল ভোটারদের মধ্যে।
তবে তরুণ ভোটাররা মানিয়ে নিতে পারলেও ইভিএমে ভোটদানে জটিলতায় পড়েন বয়স্ক ভোটাররা। ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন থাকলেও বেশ ধীর গতি ছিল ভোটগ্রহণ কার্যক্রমে।
টঙ্গীর ৫২ নং ওয়ার্ডের গুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায় ভোটারদের দীর্ঘলাইন। তবে ধীর গতি ছিল ভোটগ্রহণ। পোলিং এজেন্টদের সাথে কথা বলে জানা যায়, বয়স্ক ভোটারদের ভোট নিয়ে বেশ ভোগান্তি পোহাতে হয়েছে তাদের। ইভিএমের সাথে মানিয়ে নিতে তূলনামূলক বেশি সময় লেগেছে তাদের। তবে তরুণ ভোটাররা বেশ দ্রুতই ভোট দিয়েছেন।
তরুণ ভোটার সাইদুল ইসলাম বলেন, ইভিএমে আমার ভোট দিতে সময় লেগেছে এক মিনিট। অথচ আমার সামনে দাঁড়ানো এক বয়স্ক ব্যক্তি সময় নিয়েছেন চার মিনিট। ভোটের আগে ইভিএম কিভাবে ব্যবহার করতে হয় সেটি নিয়ে নির্বাচন কমিশনের প্রচার প্রচারণা চালানো উচিত ছিলো।
জয়দেবপুরের মদিনাতুল আলিম মাদ্রাসা ভোটকেন্দ্রে দুপুর ১২টায় খোঁজ নিয়ে জানা যায়, চার ঘণ্টায় ২,৫৭৩টির মধ্যে মাত্র বিশ ভাগ ভোট পড়েছে। অথচ ভোটকেন্দ্রের সামনে এখনো ভোটারদের দীর্ঘ সারি।