তিন খানের পার্টি নিয়ে ধোঁয়াশা

বলিউডের প্রাণ বলা হয় তিন তারকা সালমান, শাহরুখ ও আমির খানকে।  সম্প্রতি সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে তিন খান ভোররাত পর্যন্ত পার্টি করেছেন।

আর এতেই গুঞ্জন উঠেছে সিনেমার পর্দায় একসঙ্গে দেখা যাবে তিন খানকে।

তিন সুপারস্টার একসঙ্গে বড় ধরনের প্রজেক্ট নিয়ে সিনেমা বানানোর কথা ভাবছেন। তবে পার্টিটি নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।