চট্টগ্রামে স্কুল ব্যাগে মিলল অস্ত্র-গুলি, যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর আকবরশাহের সিটি গেট থেকে আরমান গনি (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) পুলিশ। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন, দুই রাউন্ড শর্টগানের কার্তুজ এবং কেটসের ভিতর থেকে ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। রবিবার দিবাগত রাত পৌনে ১২টায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আরমান নগরীর চান্দগাঁও থানার বহদ্দরহাটের খাজা রোড়ের চৌধুরী স্কুল হাবিলদার বাড়ির মো. ইসমাইল এলাকার ছেলে।

ডিবি পুলিশের ইনচার্জ মো. মোক্তার হোসেন জানান, সিটি গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপরে অবস্থান নিয়ে দিবাগত রাত পৌনে ১২টায় একটি বাসকে থামার সংকেত দেয়া হয়। এরপর বাসে উঠে তল্লাশি শুরু করলে হঠাৎ এক যাত্রী স্কুল ব্যাগ নিয়ে জানালা দিয়ে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তার ব্যাগের ভেতর থেকে পলিথিনে মোড়া একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন, দুই রাউন্ড শর্টগানের কার্তুজ এবং কেটসের ভিতর থেকে ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার আসামি কুমিল্লা থেকে অস্ত্র-গুলি কিনে নগরীর বহদ্দরহাট এলাকার নিজ বাসায় আসছিল। সে পেশাদার অস্ত্র-গুলি ক্রেতা-বিক্রেতা। তার বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।