চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য ঘোষণা করা ঢাকা-১৭ আসনে আগামী ১৭ জুলাই ভোট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১ জুন) উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। বুধবার (৩১ মে) নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে।
গত ১৮ মে চিত্রনায়ক ও বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের ঢাকা-১৭ আসনটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপনে জারি করে সংসদ সচিবালয়।
চিত্রনায়ক ফারুক গত ১৫ মে স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।