হলিউডের বরেণ্য অভিনেতা-নির্মাতা আলফ্রেডো জেমস। আল পাচিনো নামেই অধিক পরিচিত এই মার্কিন অভিনেতা। ৮৩ বছর বয়সে বাবা হতে যাচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পিপল ডটকম এ খবর প্রকাশ করেছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২৯ বছয় বয়সী নূর আলফালাহর সঙ্গে সম্পর্কে রয়েছেন আল পাচিনো। নূর আলফালাহ এখন অন্তঃসত্ত্বা।
২০২২ সালের এপ্রিল থেকে সম্পর্কে রয়েছেন আল পাচিনো ও নূর। একসঙ্গে ডিনার করার একটি ছবি প্রকাশ্যে আসার পর এ জুটির প্রেমের গুঞ্জন চাউর হয়। একাধিক সূত্র পেজ সিক্সকে বলেছেন— ‘করোনা সংকটের সময় থেকে প্রেম করছেন আল পাচিনো ও নূর।’
১৯৮৮ সালে জ্যান ট্যারেন্টের সঙ্গে সম্পর্কে জড়ান পাচিনো। এ সংসারে তাদের এক মেয়ে ও জমজ পুত্র রয়েছে। মেয়ের বয়স এখন ৩৩, আর ছেলেদের বয়স ২২ বছর। ১৯৯৭ সালে অভিনেত্রী বেভারলি ডি’অ্যাঞ্জেলার সঙ্গে সম্পর্কে জড়ান আল পাচিনো। ২০০৩ সালে ভেঙে যায় এ সম্পর্ক। তবে তারা বিয়ে করেননি।
পরে ‘দ্য গডফাদার’ সিনেমার সহশিল্পী ডায়ন কিটনের সঙ্গে সম্পর্কে জড়ান আল পাচিনো। জনপ্রিয় এই সিনেমার তৃতীয় পার্ট নির্মাণের পর তাদের এ সম্পর্ক ভেঙে যায়। তারপর আরো কয়েকজনের সঙ্গে সম্পর্কে ছিলেন আল পাচিনো। সে তালিকা মোটেও ছোট নয়!